Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরস্কৃত ইস্টার্ণ রিফাইনারী

প্রথমবারের মতো রেকর্ড উৎপাদন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

পরিশোধন সক্ষমতার শতভাগ অর্জন করায় পুরস্কৃত হয়েছে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল)। গতকাল রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে এ অর্জনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের কাছ থেকে স্মারক গ্রহণ করেন ইআরএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে ২০২০-২১ অর্থবছরে প্রথমবারের মতো পরিশোধন সক্ষমতার শতভাগ (১০১.০১.%) অর্জন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসির এ অঙ্গ প্রতিষ্ঠান। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পেট্রোবাংলা ও বিপিসির চেয়ারম্যানসহ অধীনস্থ কোম্পানি সমূহের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কৃত ইস্টার্ণ রিফাইনারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ