Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবম বেতন কমিশন দাবি দুই কর্মচারী সংগঠনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রেক্ষাপটে নবম বেতন কমিশন গঠন, আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল, ৪০ ভাগ মহার্ঘ্য ভাতাসহ ৫ দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ।

গত শনিবার রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরি সভাপতি আব্দুল হান্নান। এতে সংগঠনের অতিরিক্ত মহাসচিব মো. আজিম, কার্যকরি সভাপতি মো. সেলিম ভুঁইয়া, সহ-সভাপতি মো. সারোয়ার কবির, মো. আলী আহম্মদ, আম্বিয়া বেগম পলি, শামসুল হক সুজন, অতিরিক্ত মহাসচিব মো. মোজাম্মেল হক, মনির আহম্মেদ, খন্দকার ফিরোজ হোসেন, মনিরুল সিলাম, সাবেক কার্যকরি সভাপতি আব্দুল কাদের প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে কর্মচারীরা দিশেহারা। তাই অবিলম্বে ৯ম বেতন কমিশন গঠন, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করতে হবে। ৪০% মহার্ঘ ভাতা প্রদান, সচিবালয়ের ন্যায় সারাদেশের কর্মচারীদের পদবী পরিবর্তন, পুলিশের মতো রেশন প্রদান, শতভাগ পেনশন চালু, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে। নিয়োগের ক্ষেত্রে রেলের মতো ৪০% পোষ্য কোটা সংরক্ষণ রাখা, সুদমুক্ত গৃহঋণ প্রদান করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হলে আগামি ২৫ ডিসেম্বর সভা ডেকে যৌথ কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় বিভিন্ন সরকারি কর্মচারি সংগঠনের শতাধিক নেতা অংশ নেন। সংগঠনের অতিরিক্ত মহা-সচিব মোজাম্মেল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবম বেতন কমিশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ