Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নদী নালা জঙ্গল রক্ষায় আইন বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

নদী নালা, জলাভূমি, জঙ্গল রক্ষা, কৃষি জমি সংরক্ষণের উদ্দেশ্যে আইন বাস্তবায়নসহ বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানা চিহ্নিত করে সর্বোচ্চ ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে জলাজমি জঙ্গল রক্ষা আন্দোলন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে লোভী মুনাফাজীবী ও দেশি-বিদেশি ব্যবসায়ীদের কবল থেকে প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

জমি জঙ্গল রক্ষা আন্দোলনের আহ্বায়ক সুবল সরকার বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মিষ্টি পানির ভান্ডার বাংলাদেশ। অথচ অপরিকল্পিত শিল্পায়ন, আবাসন ও নগরায়নের নামে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে গিয়ে খাদ্য নিরাপত্তা ব্যাহত এবং জনস্বাস্থ্য ও পরিবেশ ধ্বংস করে চলেছি। ফলে আমরা প্রতিনিয়ত হারাচ্ছি আবাদি জমি, দখল হচ্ছে খাল-নদী, দূষিত হচ্ছে নদীর পানি ও বায়ু। এছাড়া ইটভাটা ও বনদস্যুদের কারণে বন জঙ্গল হচ্ছে গাছপালাশূন্য।
মানববন্ধনে বক্তাদের উত্থাপিত দাবিগুলো হলো দেশের সব জলাভূমি জঙ্গল ও কৃষি জমি সংরক্ষণের উদ্দেশ্যে আইন বাস্তবায়ন; কৃষি জমিকে অকৃষি কাজে ব্যবহার বন্ধ করা; এবং ঢাকাসহ সারাদেশে খাল-বিল, নদী-নালা, হাওর-বাওড়সহ সব জল জলা ভূমি দূষণমুক্ত ও পুনঃখনন করে পানির প্রবাহ নিশ্চিত করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নদী নালা জঙ্গল রক্ষা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ