পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুয়া পরিচালনা এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতিবার মৌলভীবাজার থেকে সঞ্জয় চন্দ্র ধর নামে একজনকে গ্রেফতার করা হয়।
গতকাল এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেফতারকৃত সঞ্জয় চন্দ্র ধর বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে জুয়া পরিচালনা করে আসছিল। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ট্র্যাপে ফেলে মিথ্যা আশায় নিঃস্ব হচ্ছে অনেকেই। অনলাইন প্লাটফর্মে পরিচালিত এ জুয়ার টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও জানানো হয়। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর বিকাশ এবং নগদের মাধ্যমে অ্যাকাউন্ট রিচার্জ করে অনলাইনে জুয়া খেলা হতো। জুয়াখেলার জন্য সময়সীমা এবং বিভিন্ন অঙ্কের টাকা নির্ধারণ করে দেওয়া থাকতো। জুয়া থেকে পাওয়া অর্থ গ্রেফতারকৃত সঞ্জয় নিজের অ্যাকাউন্টে নেওয়ার জন্য উইথড্র অপশন ছিল তাদের। যদিও এক্ষেত্রে বেশিরভাগ গ্রাহক প্রতারণার শিকার হয়ে আসছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।