পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সেবা রপ্তানির আয় চার মাসের মধ্যে দেশে আনতে হবে। একই সঙ্গে রফতনি আয় বাবদ অর্থ দিয়ে বিদেশে মূলধনী বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ, স্থায়ী সম্পদ বা ভার্চুয়াল সম্পদ ক্রয় করা যাবে না। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রনীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
সেবা রফতানি আয় দেশে আনার সুবিধার্থে রফতানিকারক দেশের বাইরে শুধু নোশনাল অ্যাকাউন্ট বা মার্চেন্ট হিসাব পরিচালনা করতে পারবে। এ হিসাবের বাইরে ক্রিপ্টোকারেন্সি বা অন্য মুদ্রায় ভিনড়ব হিসাব দেশের বাইরে খোলা যাবে না। এর মাধ্যমে রফতানি আয় চার মাসের মধ্যে দেশে আনার বাধ্যবাধকতার সেবা রফতানির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।
নির্দিশনায় উল্লেখ করা হয়েছে, রফতানি আয় বাবদ অর্থ দিয়ে দেশের বাইরে মূলধনীয় বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ বা স্থায়ী সম্পদ কিনলে তা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।