Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামেকের লাশ কাটা ঘর থেকে মানব খুলি ও হাড় উদ্ধার : আটক ২

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লাশ কাটার ঘর থেকে ১৫টি মানব কাঙ্কাল ও খুলিসহ দেহের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় বিপন কুমার (৫৫) ও নীরেন রবি দাস (৪২) নামে দুই ডোমকে আটক করেছে। গতকাল মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে রামেকের দোতলার ভবনের একটি কক্ষ থেকে মানব কঙ্কাল ও খুলিগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় কঙ্কাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রামেক মর্গের দুই ডোমকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আটক দুই ডোম কঙ্কাল ও খুলিগুলো ভারত থেকে চোরাই পথে এনেছে। তারা খ- খ- অবস্থায় কঙ্কাল এনে জোড়া দিয়ে বিক্রি করে বলে স্বীকার করেছে। এ বিষয়ে মহানগরীর রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামেকের লাশ কাটা ঘর থেকে মানব খুলি ও হাড় উদ্ধার : আটক ২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ