Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্কটাপন্ন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সামাজিক মাধ্যমে

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ৯:৩১ পিএম

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগোযোগ মাধ্যমে অনেকেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সুযোগ করে দিয়ে মানবকিতার দৃষ্টান্ত দেখাতে আহ্বান জানিয়েছেন। এই দাবি জানিয়ে পোস্ট দিয়েছেন অসংখ্য মানুষ।

এরআগে গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে দেশের বিশিষ্ট একশ নাগরিক সরকারের প্রতি আহ্বান জানান। তারা সকল প্রকার প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণ দল ও ব্যক্তিস্বার্থ পরিহার করে, সম্পূর্ণ মানবিক কারণে জনগণের প্রিয় নেত্রীকে যত দ্রুত সম্ভব, অত্যাধুনিক চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান।

ফেসবুকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল লিখেছেন, ‘‘পত্রপত্রিকা পড়ে মনে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশংকাজনক। সুচিকিৎসার জন্য উনাকে বিদেশে পাঠাতে অনেক দিন ধরে অনুরোধ করে আসছে উনার পরিবার। নিজেদের চিকিৎসার জন্য বহুবার বিদেশে গিয়ে সরকারের লোকেরা প্রমাণ করেছেন এদেশে সুচিকিৎসা নেই। বহুগুণে অসুস্থ খালেদা জিয়ার ক্ষেত্রে তারা এটি অনুভব করেন না কেন তাহলে? জীবন বাঁচানোর প্রশ্নে মানবিকতা না দেখাতে পারলে এর চেয়ে ঘৃণ্য আর কি হতে পারে!’’

মোঃ আব্দুল কাদির লিখেছেন, ‘‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশের বিভিন্ন সংসদীয় আসন থেকে প্রতিবার বিপুল ভোটে নির্বাচিত নেত্রী, যে নেতার পরাজয়ের রেকর্ড নাই, ২০ দলীয় জোট নেত্রী, বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া মুমুর্ষ অবস্থায় আছেন। তার উন্নত চিকিৎসার জন্য সৌদী/ ইউরোপ/ আমেরিকা পাঠানোর বিনীত দাবী জানাচ্ছি । হে আরশের মালিক আপনার দয়া, কৃপা ও রহমত দ্বারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জননেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, নেক হায়াত বাড়িয়ে দিন, আমিন!’’

ক্ষোভ জানিয়ে মেহমুদ জাহাঙ্গীর লিখেছেন, ‘‘হয়তো বিদেশ যাবার অনুমতি দিবে কিন্তু অন্তিম মূহুর্তে জনগণকে বুঝানোর জন্য সরকার কত উদার সেটা। আর এটাও হয়তো দেখব উনি বিদেশেই যাবেন কিন্তু দেশে যেন আনতে না পারে তার সব ব্যবস্থা করে রাখবে সরকার। দেশে আনলেতো খালেদা জিয়ার শুধু দলীয় কর্মী না সাধারণ মানুষ ও সহানুভূতি পাবে এখানেই ভয় সরকারের।’’

মোঃ বিপ্লব তালুকদারের অনুরোধ, ‘‘হিংসাত্মক মনোভাব থেকে সরে এসে সরকারকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া এবং ওনাকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করা উচিৎ বলে আমি মনে করি। এতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে এবং জয় হবে মানবতার।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ