Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দিন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দাবি করে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের শিক্ষকরা। এদিকে যত দ্রুত সম্ভব অত্যাধুনিক চিকিৎসা নেয়ার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে আহ্বান জানিয়েছেন শত নাগরিক কমিটি। একই দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি

ঢাবি সাদা দলের শিক্ষকরা বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকার সংবাদে আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। গতকাল সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মো. লুৎফর রহমানের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া একজন বর্ষীয়ান নেত্রী। তিনি নানা শারীরিক জটিলতায় আক্রান্ত। করোনা পরবর্তী নানা উপসর্গে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে প্রেরণের জন্য চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন। দেশনেত্রীর জীবন রক্ষার্থে তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসা প্রদানের অনুমতি প্রদানের জন্য বারবার আবেদন করা হচ্ছে। কিন্তু আমরা বিষ্ময় ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে পরিবারের এ আবেদন গ্রহণ করছেন না।

এদিকে বেগম খালেদা জিয়াকে যত দ্রুত সম্ভব অত্যাধুনিক চিকিৎসা নেয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে আহ্বান জানিয়েছেন শত নাগরিক কমিটি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর অবস্থা এখন সংকটাপন্ন। এই অবস্থায় সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ, সকল প্রকার প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণ দল ও ব্যক্তি স্বার্থ পরিহার করে, সম্পূর্ণ মানবিক কারনে জনগণের এই প্রিয় নেত্রীকে যত দ্রুত সম্ভব, অত্যাধুনিক চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন। এ ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে আমাদের আশংকা। যা করো জন্য ভালো বার্তা বহন করবে না। আমরা প্রত্যাশা করি সরকারের মধ্যে কল্যাণ ও মঙ্গলবোধ জেগে উঠবে। তারা সত্যিকারের দায়ত্বশীলতার সাথে শুভ চেতনার পরিচয় দিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার ব্যবস্থা করবে। শত নাগরিকের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন, প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রফেসর ড. এসএমএ ফায়েজ, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, প্রফেসর জেডএন তাহমিদা বেগম, প্রফেসর ড. ওয়াকিল আহমেদ, প্রফেসর মনসুর মুসা, কবি আবদুল হাই শিকদার, প্রফেসর ডা. আবদুল কুদ্দুস, প্রফেসর ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. লুৎফুর রহমান, প্রফেসর আবদুর রহমান সিদ্দিকী, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসুদ, প্রফেসর ড. মুজাদ্দেদী আলফেসানী, প্রফেসর ড. কামরুল আহসান, প্রফেসর ড. ফরহাদ হালিম ডোনার।

এদিকে চট্টগ্রাম ব্যুরো জানায়, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গতকাল এক দোয়া মাহফিল বাদ জোহর হযরত শাহ আমানত খান (রহ.) মাজার সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এনায়েত উল্লাহ খান। মাহফিলে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, হারুন জামান, নিয়াজ মো. খান প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Burhan uddin khan ১৯ নভেম্বর, ২০২১, ৫:০৩ পিএম says : 0
    May the Almighty Allah save her life.Allah is great......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ