পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের তথ্য চেয়ে ব্রিটিশ হাইকমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জুলফিকার আলী জুনু। গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে ব্রিটিশ হাইকমিশন বরাবর আবেদনটি পাঠিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই আইনজীবী। এতে উল্লেখ করা হয়েছে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী হাইকোর্ট বিভাগের বিচারপতির পদ গ্রহণ করার সময় উদ্দেশ্যমূলকভাবে কিছু তথ্য গোপন করেছেন। এই বিষয়ে তদন্তের জন্য আমি দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছি। আবেদনের মাধ্যমে আমি ব্রিটেনে শামসুদ্দিন চৌধুরীর মাইগ্রেশন স্ট্যাটাস সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। ওই আইনজীবী আরো বলেন, ব্রিটেনে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর মাইগ্রেশন তথ্যগুলো আমার পরবর্তী কার্যক্রমকে সাহায্য করবে। একই সাথে শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুদকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সে বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের ক্ষেত্রেও এটি সহায়ক হবে।
এর আগে বুধবার ওই আইনজীবী শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তদন্তের জন্য দুদকে চেয়ারম্যান বরাবর আবেদন করেন। দুদকে দায়ের করা আবেদনে অবসরপ্রাপ্ত এই বিচারপতির দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ আনেন আইনজীবী। কেননা, আইনের দৃষ্টিতে বাংলাদেশের বিচারপতি হওয়ার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব অযোগ্যতা বলে বিবেচিত হয়। তার আগের দিন গত ৯ ফেব্রুয়ারি অপর এক আইনজীবী ওই বিচারপতির জাজশিপ বাতিল করার জন্য প্রেসিডেন্টের কাছে আবেদন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।