পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চাল রফতানিতে সরকার ১৫শতাংশ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছে গেলো বছর। প্রায় দুই বছর পর এসে জানিয়ে দিলো সুগন্ধি চাল রফতানিতে প্রণোদনা দেয়া হবে না। গতকাল সোমবার এবিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মূদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ২০২০ সালের ৩০ জানুয়ারি এক সার্কুলারের মাধ্যমে চাল রফতানিতে সরকার ১৫ শতাংশ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছে। সরকারি সিদ্ধান্তক্রমে ওই সার্কুলার স্পষ্ট করা যাচ্ছে যে সুগন্ধি চাল রফতানির ক্ষেত্রে প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে না। রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে সরকার ২০২০ সালের ৩০ জানুয়ারি ঘোষণা দিয়েছিল দেশে উৎপাদিত ধান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রপ্তানির বিপরীতে ১৫শতাংশ প্রণোদনা দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।