Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে থাকা নাগরিকদের নিরাপত্তায় সউদী রাষ্ট্রদূতের সন্তোষ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সউদী আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকার রোববার পুলিশ সদরদফতরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সউদী রাষ্ট্রদূত। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।তিনি জানান, আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও সউদী আরবের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তারা উভয়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী সউদী নাগরিকদের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন ও আইজিপিকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী রাষ্ট্রদূতের সন্তোষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ