পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণ, শেয়ার মার্কেটকে চাঙ্গা ও টেকসই করতে লন্ডন এবং ম্যানচেস্টারে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২১ এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান ব্যাংকের নির্বাহীদের করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
গতকাল অনুষ্ঠিত সভায় আতাউর রহমান প্রধান বলেন, দেশের সবখাতে উন্নয়নের জন্য নতুন নতুন ইনভেস্টমেন্ট দরকার। একই সঙ্গে দেশের এগিয়ে যাওয়ার জন্য আমাদের দেশ ও দেশের বাইরে ইমেজ বাড়ানোর জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। ব্যাংকের প্রদান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় ব্যাংকের সকল নির্বাহীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।