পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
গতকাল রোববার বেগম জিয়াকে হাসপাতালটির ক্যাবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ম্যাডাম এখন সিসিইউ আছেন। সেখানেই তার চিকিৎসা ও পরীক্ষাগুলো হচ্ছে। তিনি জানান, মেডিকেল বোর্ডের বৈঠক রয়েছে। সেখানে তার সর্বশেষ অবস্থা ও পরীক্ষার ফলাফলগুলো পর্যালোচনা করা হবে। গত শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলশানের বাসা ফিরোজা থেকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।
শুক্রবার রাত থেকে তিনি অসুস্থ বোধ করায় মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে নিয়ে আসার অনুরোধ জানায়। হাসপাতালে নেয়ার পর কয়েকটি তার পরীক্ষা করা হয় এবং কেবিনে রাখা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিতসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে আছেন। ৭৬ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরেন। এর পাঁচ দিন আবার তাকে হাসপাতালে ভর্তি করা হলো।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।