পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ জট। দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট হতে পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে যানজটে আটকে আছে প্রায় সাতশ’ যানবাহন। বর্তমানে ৭টি ফেরি ঘাটের মধ্যে মাত্র তিনটি ৩, ৪ ও ৭ নম্বর ঘাট চালু রয়েছে। আবার ২০টি ফেরির মধ্যে মাত্র ১৬টি চলাচল করছে।
এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়ছেই। মাত্র তিনটি ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ভোগান্তিতে পড়তে হচ্ছে নদী পার হতে আসা গণপরিবহনের যাত্রী ও ট্রাক চালকদের। পদ্মায় পানি কমে গিয়ে নদীর মাঝে ডুবোচর দেখা দিয়েছে যার কারণে ফেরি চলাচলে সময় লাগছে আগের চেয়ে অনেক বেশি।
ট্রাকচালক মামুন শেখ বলেন, চুয়াডাঙ্গা থেকে কয়লা লোড করে এসে দুই দিন যাবৎ দৌলতদিয়া এসে লম্বা সিরিয়ালে আটকে আছি। এখন বেলা ১টা বাজে কখন ফেরির দেখা পাবো জানি না। আরেক ট্রাকচালক শাহিন দেওয়ান বলেন, মাগুরা থেকে রাত ১২টার সময় দৌলতদিয়া ঘাটে এসে দীর্ঘ সিরিয়ালে আটকে আছি। এখন বেলা দেড়টা বাজে কখন ফেরির দেখা পাবো বলতে পারছি না।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, বাস-ট্রাকসহ প্রায় ৫ শতাধিক যানবাহন আটকে আছে। সেটা কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।