Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইজিপির স্বাক্ষর জাল করে নিয়োগে সুপারিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আইজিপি ড. বেনজীর আহমেদের স্বাক্ষর জাল করে কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন বিষ্ণু বর্মণ এবং স্বপন সিং। বিষ্ণু বর্মণের বাড়ি ঝালকাঠি জেলায়। তার বাবার নাম নিরঞ্জন বর্মণ। স্বপন সিংয়ের বাড়ি পটুয়াখালী। তার বাবা মৃত বীরেন্দ্র নাথ সিংহ।
গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বলেন, গত ২১ অক্টোবর আইজিপির স্বাক্ষর জাল করে প্রতারক বিষ্ণু বর্মণ এবং স্বপন সিং কনস্টেবল পদে নিয়োগের জন্য একজন প্রার্থীর পরিচয় উল্লেখ করে বাগেরহাটের জেলা পুলিশ সুপারের কাছে লিখিত সুপারিশ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার দুই প্রতারককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপির স্বাক্ষর জাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ