Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ‘কফিনে’ শেষ পেরেক ঠোকার অপেক্ষায় হিলারি

আজ বুধবার শেষ বিতর্ক

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এবারের প্রেসিডেন্সিয়াল বিতর্কের শেষ পর্বে কি বলবেন ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডনাল্ড ট্রাম্প? তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। প্রথম ও দ্বিতীয় বিতর্কে তারা দু’জন দেশের ভবিষ্যতের চেয়ে ব্যক্তিগত আক্রমণ চর্চা করেছেন। এ নিয়ে সমালোচনাও বিস্তর। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বুধবার রাত ৯টায় (বাংলাদেশে তখন স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা) অনুষ্ঠেয় তৃতীয় ও সর্বশেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে তারা কি বলবেন সেদিকে তাকিয়ে আছে পুরো যুক্তরাষ্ট্র ও বিশ্বের সচেতন মানুষ। এদিনের বিতর্কের পুরোটাই সরাসরি সম্প্রচার করবে সিএনএন টেলিভিশন। এছাড়া সিএনএন ডট কম অনলাইনেও পাওয়া যাবে সরাসরি সম্প্রচার। এ ছাড়া সিএনএন পলিটিক্স অনুষ্ঠানে তাৎক্ষণিক বিশ্লেষণ ও প্রতিক্রিয়া তুলে ধরা হবে। এরপর দু’প্রার্থীর বক্তব্যকে কেন্দ্র করে শুরু হবে সত্যতা যাচাই। সিএনএন-এর রিয়েলিটি চেক টিম করবে ফ্যাক্ট চেক বা সত্যতা যাচাই। দ্বিপক্ষীয় সংগঠন দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস এ বিতর্ক আয়োজন করছে। এতে থাকবে ৯০ মিনিট সময়। বিজ্ঞাপন বিরতি ছাড়াই এ সময় হিলারি ও ট্রাম্পের বিতর্ক প্রচার করা হবে। এবার বিতর্ক হবে লাস ভেগাসে ইউনিভার্সিটি অব নেভাদায়।
মডারেট হিসেবে দায়িত্ব পালন করবেন ফক্স নিউজের ক্রিস ওয়ালেস। গত সপ্তাহে তিনি বিতর্কের বিষয় ঘোষণা দিয়েছেন। এতে থাকবে ঋণ প্রসঙ্গ, অভিবাসন, অর্থনীতি, সুপ্রিম কোর্ট, বিদেশি হট স্পট, প্রেসিডেন্ট হওয়ার জন্য সুস্থতা ও যোগ্যতা। এদিনের বিতর্কেও থাকবে ৬টি পর্ব। প্রতিটির বিস্তার হবে ১৫ মিনিট। এ সময়ে হিলারি ও ট্রাম্পকে সরাসরি প্রশ্নের জবাব দিতে হবে। প্রথমে দু’প্রার্থীই প্রশ্নের জবাব দেয়ার জন্য দু’মিনিট করে সময় পাবেন। তারপর মডারেটর বা উপস্থাপক যতক্ষণ অনুমতি দেন ততক্ষণ পর্যন্ত তারা এ নিয়ে একে অন্যের যুক্তি খ-ন করবেন। তবে এ পর্বে থাকছেন না থার্ড পার্টি প্রার্থী গ্যারি জনসন, জিল স্টেইন, ইভান ম্যাকমুলিন। কারণ, জরিপে তারা খুব কম সমর্থন পেয়েছেন। এ জন্য তাদেরকে এ বিতর্কের জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়নি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আর এক মাসেরও কম সময় আছে। তার আগে এটিই সর্বশেষ বিতর্ক। এ বিতর্কে কোন প্রার্থী বিজয়ী হন তা এখন সময়ই বলে দেবে। তবে গত দুই বিতর্কের ধারাবাহিকতায় বিশ্লেষকরা ধরে নিচ্ছেন আজকের বিতর্কই হবে ট্রাম্পের নির্বাচনী কফিনে হিলারির শেষ পেরেক। আগের দুই বিতর্কে বড় ব্যবধানে জিতেছেন ডেমোক্রেট প্রার্থী। তৃতীয়টিতেও তার জয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র : বিবিসি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পের ‘কফিনে’ শেষ পেরেক ঠোকার অপেক্ষায় হিলারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ