Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবুগঞ্জে কুপিয়ে ইমামের হাত বিচ্ছিন্ন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

মসজিদে এতেকাফ করার অনুরোধ উপেক্ষা এবং নামাজ পড়ার নিয়ম নিয়ে বিরোধের জেরে বরিশালের বাবুগঞ্জে মসজিদের ইমাম মো. ইয়াকুব আলীকে কুপিয়ে এক হাত বিচ্ছিন্ন করে ফেলেছে স্থানীয় এক সন্ত্রাসী। সেই সাথে অপর হাতের তিনটি আঙ্গুলও কেটে ফেলে দিয়েছে। গত শুক্রবার রাতে নামাজের পরে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ইমাম ইয়াকুব আলী স্থানীয় পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী বাবলু মাঝিকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার পশ্চিম ইসলামপুরের সাবেক সর্বহারা পার্টির নেতা হারুন মাঝির ছেলে। স্থানীয়ভাবে জানতে পেরেছি ৪-৫ দিন আগে অভিযুক্ত বাবলু মাঝি মসজিদে থাকার জন্য ইমামের কাছে অনুরোধ করলে তিনি তাতে রাজি হননি। তাছাড়া এই ইমামের নামাজ পড়ানো হয় না বলে অভিযোগ করত বাবলু। সর্বশেষ মসজিদে থাকতে না দেয়ার কারণে গত শুক্রবার রাতে দা দিয়ে কুপিয়ে ইমামের হাত বিচ্ছিন্ন করে বাবলু। গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে পরিকল্পিতভাবেই কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বলে স্বীকার করেছে বাবলু মাঝি। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদরাসা থেকে আলিম পাস করেছে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, গত শুক্রবার রাতে মো. ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাঁড়িয়ে এশার আজান দেয়ার প্রস্তুতিকালে বাবুল মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ইমাম মাওলানা ইয়াকুব আলীকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে ইমামের হাত বিচ্ছিন্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ