Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ছে না ট্রেনের টিকিটের মূল্য

সাংবাদিকদের রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ফলে বাস ভাড়া ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং পরিবহনের খরচ বাড়লেও ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। গতকাল শনিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। রেল সরকারের ভর্তুকিতে চলে। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়। কাজেই এরকম যদি হতো যে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চলছি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তাহলে হয়তো এটা চিন্তা করতে পারতাম। এখন হয়তো ১০টাকার জায়গায় সরকারকে ১২টাকা ভর্তুকি দেয়া লাগবে, এতোটুকুই।
রেলমন্ত্রী বলেন, এ কারণে আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। ভবিষ্যতে যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তাভাবনা করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব, ডিজিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনের টিকিটের মূল্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ