Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ হাজার রিডিং ১ হাজারে দেড় লাখ টাকায় রফা

ঈশ্বরগঞ্জে পিডিবি কর্মকর্তার ভেল্কিবাজি

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিডিবি’র বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু হয়েছে। এ অভিযানে মঙ্গলবার উপজেলার মাইজহাটিসহ বিভিন্ন এলাকার ১১ জন বকেয়া গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে এসেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, এ অভিযান চালাতে গিয়ে রীতিমত ভেল্কিবাজির আশ্রয় নিয়েছেন স্থানীয় পিডিবি’র উপজেলা আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কু-ু। এ খবর ফাঁস হওয়ায় স্থানীয় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
সূত্র মতে, মাইজহাটি বাজার এলাকায় পিডিবি’র বকেয়া গ্রাহক আয়েশা খাতুনের মিটারে অভিযান চালায় আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কু-ু। এ সময় আয়েশা খাতুনের মিটার রিডিং ৪০ হাজার ধরা পড়লেও পরবর্তীতে ওই গ্রাহক তাকে ম্যানেজ করার মিশন নেন। পরে দেড় লাখ টাকার বিনিময়ে মাত্র ১ হাজার রিডিং দেখিয়ে বিষয়টি সমঝোতার ছক চূড়ান্ত করেন বলে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে। তবে এ বিষয় জানতে চাইলে স্থানীয় আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কু-ু জানান, মূলত বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালিয়ে ১১ জনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে মাইজহাটির আয়েশা খাতুনের মিটারটিও সিজ করা হয়েছে। ইতোপূর্বেও আরো দু’বার তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আয়েশা খাতুনের এ লাইন থেকে আরো দু’তিন জায়গায় সংযোগ রয়েছে বলেও জানান তিনি।
দেড় লাখ টাকার সমঝোতার বিষয়ে তিনি বলেন, এটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আয়েশা খাতুনের মিটার রিডিং’এ কী পরিমাণ রিডিং বকেয়া রয়েছে এটি এখনো দেখা হয়নি। পরবর্তীতে খতিয়ে দেখে অবশ্যই বকেয়া আদায় করা হবে।
এ বিষয়ে পিডিবি’র নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন জানান, ডিজিটাল মিটারে রিডিং কমানোর ক্ষমতা আবিষ্কৃত হয়নি। কাজেই এ অভিযোগ সঠিক নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪০ হাজার রিডিং ১ হাজারে দেড় লাখ টাকায় রফা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ