Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাফকো স্পিনিংয়ের বিরুদ্ধে বিএসইসির সতর্কপত্র

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাইট শেয়ারের আবেদনে অনিয়ম করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সাফকো স্পিনিং মিলস লিমিটেড। এ কারণে সাফকো স্পিনিং ও এর নিরীক্ষককের বিরুদ্ধে সতর্কপত্র ইস্যু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল অনুষ্ঠিত বিএসইসির ৫৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নিবাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফকো স্পিনিং মিলস লিমিটেড কমিশনে তাদের দাখিলকৃত রাইট শেয়ারের আবেদনের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এ অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদান করেছে। যার মাধ্যমে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬-এর ৩ (ই)-এর লংঘন করেছে। উল্লেখিত সিকিউরিটিজ আইন ভঙের জন্য কমিশন, সাফকো স্পিনিং মিলস লিমিটেডকে এবং উক্ত কোম্পানির নিরীক্ষক মালেক সিদ্দিকি ওয়ালি চার্টার্ড অ্যাকাউন্টসকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Ñওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাফকো স্পিনিংয়ের বিরুদ্ধে বিএসইসির সতর্কপত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ