পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নয়াপল্টনে বিএনপির ‘সহিংসতা বিরোধী সমাবেশ’ শেষে সংঘর্ষের মামলায় যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ ২০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি হাবিবুল গণি এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ জামিন দেন। জামিনপ্রাপ্তদের মধ্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল রয়েছেন। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দস কাজল।
জামিন আদেশের বিষয়ে তিনি জানান, দেশ জুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে গত ২৭ অক্টোবর পুলিশ মামলা করে। এ মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে ২০ জনকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন আদালত। এর আগে গত ৩ নভেম্বর একই মামলায় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ ২১ জনের জামিন হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।