পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সেলিম আহমেদ, সাভার : ‘পরানের বান্ধবরে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’সহ অসংখ্য বিখ্যাত গানের গীতিকার ও কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।
প্রখ্যাত এই গুণী বাউল শিল্পী রোগে-দারিদ্র্যে বয়সের তুলনায় অনেকখানি বুড়িয়ে গেছে। চেহারা দেখে তাকে চিনতে এখন বেশ কষ্ট হয়। যারা অনেকদিন টিভি পর্দায় শিল্পীকে দেখেন না রাস্তায় হঠাৎ দেখলে তাকে চিনতে পারবেন কিনা সন্দেহ। সুফিয়া বরাবরই রোগা-পাতলা। কিন্ত অমন প্রাণহীন ছিলেন না কখনো। তার কণ্ঠ সব সময়ই ছিল প্রাণ-প্রাচুর্য্যে ভরা। কাঙালিনী সুফিয়া অন্তরে গানকে কতখানি ধরেন তা বললেন শিল্পীর মেয়ে পুষ্প। তার গান শুনতে অনুষ্ঠানে সব সময়ই ভিড় করেন দর্শকরা।
পুষ্প জানান, কিছুদিন ধরেই অসুস্থ কাঙ্গালিনী সুফিয়া। জীবিকার তাগিদেই অসুস্থ অবস্থায়ই বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে যান তিনি। অসুস্থ শরীর তাকে ঘরে আটকে রাখতে পারে না। বছর কয়েক আগে দুর্ঘটনায় আহত হলে তাৎক্ষণিক চিকিৎসা হলেও পুরোপুরি সেরে উঠেননি তিনি। কিছুদিন পরপরই অসুস্থ হয়ে যান। স্থানীয় চিকিৎসকের ওষুধপত্র খেলেও পুরোপুরি সুস্থ্য হয়নি। এখনো তার চিকিৎসা করাতে হয়। রোগের সঙ্গে লড়তে লড়তে স্তব্ধ হয়ে যেতে বসেছে তার কণ্ঠ।
সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় তিন শতাংশ জমির উপর একটি টিনসেড ঘরে সুফিয়া, তার মেয়ে পুষ্প আর নাতনী থাকেন। তার স্বামী কুষ্টিয়ায় থাকলেও তার খোঁজখবর তেমন নেন না। শিল্পী গান গেয়ে যা আয় করেন তাতে কোনো রকমে তাদের দিন চলে। এ অবস্থায় জনগণ সাহায্যের হাত বাড়িয়ে না দিলে শিল্পীর পক্ষে বেঁচে থাকা কঠিন বলেন পুষ্প। কাঙ্গালিনী সুফিয়া বলেন, আমি জনগণের জন্যই গান গাই। আমি যেন আবার গান গাইতে পাড়ি এজন্য জনগণের সাহায্য আমার খুবই দরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রতিমাসে ১০ হাজার টাকা পাই। এ টাকা দিয়ে খাওয়াতো দূরের কথা ওষুধের দামও হয় না। তিনি তার সুচিকিৎসার জন্য দেশের বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।