Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাসেঞ্জার-ডিসকভার অ্যাপ ডাটা শেষেও চলবে

অব্যবহৃত ডাটা ফেরত, এসএমএস, প্যাকেজ নিয়ে বিটিআরসির একগুচ্ছ নির্দেশনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

ইন্টারনেট ডেটা শেষ হলেও ফেসবুক ম্যাসেঞ্জার ও ডিসকভার অ্যাপ চালাতে পারবেন গ্রাহকরা। ইন্টারনেট ডাটা কিনে শেষ হয়ে গেলেও টেক্সট অনলি ফেইসবুক, ডিসকভারের ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের জন্য মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের প্রতিদিন ১০ মেগাবাইট ডেটা বিনামূল্যে দেবে। এ ডেটা দিয়ে শুধু ফেইসবুকের প্রতিষ্ঠান ডিসকভারের সেবা পাওয়া যাবে। গতকাল মঙ্গলবার টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে এ সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গ্রামীণফোন মঙ্গলবার থেকেই এ সেবা দিচ্ছে এবং খুব শিগগির অন্যান্য অপারেটর এ সেবা শুরু করবে বলে জানিয়েছেন বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

তিনি বলেন, টেক্সট অনলি ফেইসবুকের মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেট শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপ আপ করার আগ পর্যন্ত ফেইসবুক ও মেসেঞ্জারের টেক্সট অনলি সংস্করণে কানেক্টেড থাকতে পারবেন। পাশাপাশি গ্রাহকরা ডিসকভারের মাধ্যমে ‘লো-ব্যান্ডউইথ’ ফিচার যেমন- ফ্রি ডেটা দিয়ে বার্তা ও আইকন দেখতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারবেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ছাড়া ফেইসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ। প্রান্তিক জনগণের তথ্য আদান প্রদান এবং কালেকটিভিটি নিশ্চিত করে ‘ডিজিটাল ডিভাইড’ কমাতে এটি সহায়তা করবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, বৈশ্বিক মহামারী ডিজিটালভাবে কানেক্টেড সমাজ ও অর্থনীতির পথে আমাদের যাত্রাকে ত্বরান্বিত করেছে এবং এর ফলে, বিশেষত আমাদের মতো দেশগুলোতে ডিজিটাল অন্তর্ভুক্তি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ডেটা ছাড়াই এ যুগে সকলে যাতে তথ্য জানার সুযোগ পায়, আমাদের এমন একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমি নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে মেটা এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর পল কিম বলেন, মানুষকে কানেক্টেড থাকতে সাহায্য করা এবং ইন্টারনেটে শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ রিসোর্সে তাদের ধারাবাহিক অ্যাক্সেস নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের জন্য আরও উন্নত কানেক্টিভিটি ও অ্যাক্সেস নিশ্চিত করার লক্ষ্যে এ প্রোগ্রামগুলোতে অবদান রাখতে পেরে আমরা কৃতজ্ঞ।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বিটিআরসি সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছে, ডিজিটাল সিকিউরিটি সেলসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে গ্রাহকের অব্যবহৃত ডাটা ফেরত, বিরক্তি কমাতে নির্ধারিত এসএমএস এবং প্যাকেজ নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বিটিআরসি। ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, সকল অপারেটরের সর্বোচ্চ তিন ধরণের প্যাকেজ থাকবে। নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্যাকেজ। অপারেটরের নিয়মিত এবং গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ মিলিয়ে সর্বোচ্চ সংখ্যা হবে ৮৫টি। তবে নিয়মিত অথবা গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ সংখ্যা এককভাবে ৫০টির অধিক হতে পারবে না। মোবাইল ফোন অপারেটর সমূহ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কাজের জন্য সর্বোচ্চ ১০টি প্যাকেজ ব্যবহার করতে পারবে। প্যাকেজের ভিন্নতা নির্ধারণের ক্ষেত্রে দুটি প্যাকেজের মধ্যে ন্যূনতম পার্থক্য হবে ১০০ এমবি অথবা ১০ মিনিট টক টাইম অথবা উভয়টিই। সকল প্যাকেজের সময়সীমা/মেয়াদকাল হবে ৩,৭,১৫ অথবা ৩০ দিন হিসেবে। মোবাইল অপারেটর কোন নিয়মিত প্যাকেজ চালু করলে ওই প্যাকেজের ন্যূনতম স্থায়িত্বকাল হবে এক মাস। গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ চালু করলে প্যাকেজ চালু করলে স্থায়িত্বকাল হবে ১৫ দিন। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্যাকেজের স্থায়িত্ব হবে সাত দিন। তবে মাসে দুই বার এই প্যাকেজ চালু করার সুযোগ পাবে অপারেটরগুলো। একজন গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে যদি গ্রাহক একই ডাটা প্যাকেজ কেনেন তাহলে অব্যবহৃত ডাটা গ্রাহকের নতুন ডাটার সাথে যুক্ত হবে। একজন গ্রাহককে প্রতিদিন তিনটির বেশি প্যাকেজ সংক্রান্ত প্রমোশনাল এসএমএস প্রদান করা যাবে না।

টেক্সট অনলি ফেইসবুকের বিষয়ে বলা হয়, গ্রাহকরা ডেটা শেষ হয়ে যাওয়ার পরও ফেইসবুক সেবার সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন এবং অনলাইনে গুরুত্বপূর্ণ টেক্সট ভিত্তিক তথ্য আদান প্রদান করতে পারবেন। এক্ষেত্রে শুধু ‘টেক্সট’ (লেখা) প্রদর্শিত হবে, কোনোরূপ ছবি কিংবা ভিডিও দেখা যাবে না। ব্যবহারকারীরা পাঠ্যভিত্তিক তথ্য যেমন শিক্ষা মন্ত্রণালয়ের ফেইসবুক পেইজ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা, অন্যান্য শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেমন ফেইসবুকে কোভিড তথ্যকেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। এটির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা ফ্রি এ ধরনের সুবিধা নিতে পারবে।

ডিসকভার অ্যাপ সেবার মাধ্যমে গ্রাহকরা ফ্রি ডেটা সীমার মধ্যে ই-পরিসেবার সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকদের ডিসকভার অ্যাপটি ডাউনলোড করতে হবে। তবে অ্যাপটি ব্যবহারের জন্য ফেইসবুক অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই। গ্রাহকরা দৈনিক ও মাসিকভিত্তিতে অপারেটর অনুযায়ী বিটিআরসি অনুমোদিত ডেটা সীমার মধ্যে অ্যাপ/মোবাইল ওয়েবের মাধ্যমে বিনামূল্যে ব্রাউজিং উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও প্রধান আর্থিক কর্মকর্তা এম রিয়াজ রশীদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বক্তব্য রাখেন।###



 

Show all comments
  • Kamruzzaman ১০ নভেম্বর, ২০২১, ২:১৯ এএম says : 0
    মেয়াদ হোক আজীবন।
    Total Reply(0) Reply
  • Tanmoy Kishor Dhar ১০ নভেম্বর, ২০২১, ২:১৯ এএম says : 0
    খুব উপকার হইল
    Total Reply(0) Reply
  • Neyamat Ullah ১০ নভেম্বর, ২০২১, ৪:১৯ এএম says : 0
    Good news
    Total Reply(0) Reply
  • Bishal Mandal ১০ নভেম্বর, ২০২১, ৪:২৯ এএম says : 0
    অনেক দিন পর ভালো কোনো খবর হলো
    Total Reply(0) Reply
  • MD Oliur Rahman ১০ নভেম্বর, ২০২১, ৪:২৯ এএম says : 0
    সরকারকে এই কাজের জন্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Syed Rafiq ১০ নভেম্বর, ২০২১, ৪:৩০ এএম says : 0
    ভাই রে.... এখন ইন্টারনেটের যুগ। পকেটে টাকা না থাকলেও সবার ফোনেই ইন্টারনেট টুকটাক থাকে। তাছাড়া, ওয়াইফাই তো প্রায় সব জায়গায় আছেই। যেসব পন্যের দাম উর্ধ্বগতি সেই সব পন্যের দাম একটু সীমিত আকারেও কমলে তাতে জনগনের উপকার হবে, যেটা করছেন তাতে নয়।
    Total Reply(0) Reply
  • Mehedi Hasan ১০ নভেম্বর, ২০২১, ৪:৩২ এএম says : 0
    এই সুবিধার দরকার নাই। দ্রব্যমূল্যের দাম কমান, যাতায়াত ভাড়া কমান, আর যাতায়াতে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করুন
    Total Reply(0) Reply
  • Ehthesham haider ১০ নভেম্বর, ২০২১, ২:০৪ পিএম says : 0
    এই আ্যপ এর লিংক কোথায়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাসেঞ্জার-ডিসকভার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ