পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : গতকাল সোমবার ফরিদগঞ্জ পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য প্রায় ১৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র মাহফুজুল হক।
ওই দিন দুপুরে পৌরসভার হল রুমে আনুষ্ঠানিক বাজেট ঘোষণায় ফরিদগঞ্জ পৌরসভার ইতিহাসে সবচেয়ে বিগ বাজেট ছিল এটি। ঘোষিত বাজেট ১২ কোটি ৭১লক্ষ, ৬৮ হাজার ৫৪৫ টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১০ কোটি ৩১ লক্ষ ২৭৪ টাকা এবং রাজস্ব খাতে ২ কোটি ৪০ লক্ষ ৩১ হাজার ২৭১ টাকা। পৌরসভার উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৫০ লক্ষ টাকা। বাকী অর্থ সংস্থাপন ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সচিব খোরশেদ আলম, প্রকৌশলী নজরুল ইসলাম প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।