Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাথমিকে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগে বাধা নেই

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত ১০ শিক্ষক নিয়োগের আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ফলে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী। এর আগে আপিল বিভাগ শিক্ষকদের নিয়োগ দেয়ার ব্যাপারে রায় দিয়েছিলেন। পরে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করেন। আদালতে প্যানেল শিক্ষকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন সিদ্দিকুল্লাহ মিয়া।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল আমাতুল। আদেশের পরে সিদ্দিকুল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, আদেশের প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগে আর কোন বাধা নেই। আমাতুল করীম বলেন, বিলম্ব হওয়ায় আপিল বিভাগ পর্যবেক্ষণ দিয়ে রিভিউ আবেদনটি খারিজ করে দিয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপজেলাভিত্তিক নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে উল্লেখ করা হয়। এ বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে ২০১২ সালের পরীক্ষায় উত্তীণ ৪২ হাজার ৬১১ জনের একটি প্যানেল প্রকাশ করা হয়। এর আগে ২০১২ সালের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এক পরিপত্রে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানায়। এরপর ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। তখন নিয়োগবঞ্চিত ও প্যানেলভুক্ত মো. শফিকুল ইসলাম জুয়েলসহ নওগাঁর ১০ প্রার্থী ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ও নিয়োগের নির্দেশনা চেয়ে রিট করেন। শুনানি শেষে ২০১৪ সালের তাদের নিয়োগ দিতে নির্দেশ দিয়ে ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত। এর বিরুদ্ধে মন্ত্রণালয় লিভ টু আপিল করলে গত বছরের তা খারিজ হয়। রাষ্ট্রপক্ষ তা পুর্নবিবেচনার আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন আপিল বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাথমিকে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগে বাধা নেই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ