Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বেপজার নির্বাহী চেয়ারম্যান

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মেজর জেনারেল মো. নজরুল ইসলাম স্থলাভিষিক্ত হলেন। বেপজায় যোগদানের পূর্বে মেজর জেনারেল জিয়াউর রহমান ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। এর আগে তিনি ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার সামরিক কর্মজীবন কমান্ড, স্টাফ এবং ইন্সট্রাকশনাল বিভিন্ন দায়িত্বে অতিবাহিত হয়েছে। ব্রিগেডে তিনি লজিস্টিকস স্টাফ অফিসার ও অপারেশনস, প্ল্যানিং অ্যান্ড ইনটেলিজেন্স স্টাফ অফিসার ও আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড এবং আর্মি হেডকোর্য়াটার্র্সে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সম্মানসূচক ’ডিরেক্টিং স্টাফ’ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমের ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল জিয়াউর রহমান তার বর্ণাঢ্য কর্মজীবনে ব্যাটেলিয়ান লেভেলে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হাইতি এবং সুদান জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেপজার নির্বাহী চেয়ারম্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ