Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ জাপা নেতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদ বিবরণীর নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এবিএম রূহুল আমিন হাওলাদার। গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি এসএম মজিবুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ রিটের শুনানি হয়।

এ তথ্য জানিয়েছেন দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি জানান, ২০১৯ সালে দুদক বিএবিএম রূহুল আমিন হাওলাদারের সম্পদের অনুসন্ধান করছে। অনুসন্ধান প্রক্রিয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পর পর ৩ বার তলব করে দুদক। রূহুল আমিন হাওলাদার কোনো নোটিশে সাড়া দেননি। এ প্রেক্ষিতে পরবর্তীতে দুদক সরাসরি তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয়। এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আবারও রিট করেন এবিএম রূহুল আমিন হাওলাদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ