Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ দমনে চলচ্চিত্র শক্তিশালী হাতিয়ার -তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গিবাদ দমনের যুদ্ধে চলচ্চিত্র শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। জঙ্গিবাদ দমনে সবার ঐক্য দরকার। সে ঐক্যকে সফল পরিণতের দিকে নিয়ে যেতে চলচ্চিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।’ গতকাল সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন। সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ। রাজশাহী ফিল্ম সোসাইটি ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি যৌথভাবে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জঙ্গিবাদবিরোধী এই চলচ্চিত্র প্রদর্শন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবাদ দমনে চলচ্চিত্র শক্তিশালী হাতিয়ার -তথ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ