Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিনাবাজারের বিরুদ্ধে মামলা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:০৮ এএম

মোড়কজাতকরণ সনদ ছাড়াই পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে সুপারশপ মিনা বাজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট এ মামলা দায়ের করে। এ সময় মিনা বাজারের ওই শাখায় জিরা, গরম মশলা, মুগ ডাল, মসুর ডাল, ধনিয়াসহ বেশকিছু পণ্য মোড়কজাতকরণ করে বিক্রি হলেও সেগুলোর জন্য বাধ্যতামূলক সনদ পাওয়া যায়নি।

এ কারণে বনশ্রী এলাকায় অবস্থিত ওই সুপারশপটির ওই শাখাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ওই ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) শাহজাহান অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিনাবাজারের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ