Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক বিকাশ কর্মকর্তা গ্রেফতার

এজেন্টদের সাথে প্রতারণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

 

বিকাশের কিশোরগঞ্জ জেলার টেরিটোরি ম্যানেজারকে প্রতারকদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম মো. তানভীর সিরাজী সিজার (৩৮)। নতুন বিকাশ এজেন্টদের নম্বর সরবরাহের বিনিময়ে প্রতারকদের কাছ থেকে ১৫ হাজার করে পেতেন তিনি। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি’র বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান সাইদ। তবে বিকাশ কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত তানভীর সিরাজী সিজার বিকাশের সাবেক কর্মকর্তা।
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গত মঙ্গলবার সিজারকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের একটি মামলার তদন্ত করতে গিয়ে বিকাশের এই কর্মকর্তার তথ্য পায় সিআইডি। বিশেষ পুলিশ সুপার জানান, সিরাজী ২০১২ সালে বিকাশের টেরিটোরি ম্যানেজার হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি বিকাশ এজেন্টের নম্বর প্রতারকদের কাছে সরবরাহ করতেন।
সাইদুর রহমান সাইদ বলেন, প্রতারকরা বিকাশ এজেন্টদের নম্বর পেয়ে বিকাশ কর্মকর্তা সেজে ফোন দিয়ে কমিশন দেওয়ার কথা বলে পিন নম্বর সংগ্রহ করতো। এরপর এজেন্টদের অ্যাকাউন্টে থাকা সব টাকা হাতিয়ে নিতো তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স করা মো. তানভীর সিরাজী অনেকদিন ধরে প্রতারণা করে আসছে বলে দাবি সিআইডি’র। তিনি এর আগে বিকাশের ঢাকা, নেত্রকোনা ও গাজীপুর জেলার টেরিটোরি ম্যানেজার ছিলেন।
সিআইডি জানায়, ফরিদপুরের প্রতারক চক্রদের সঙ্গে মিলে কাজ করতেন তানভীর সিরাজী সিজার। টাঙ্গাইল থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বাদী রাসেলের দাবি, তার বিকাশ এজেন্ট নম্বর থেকে ৪ লাখ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্ররা। মামলায় ছয় প্রতারক গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রতারক চক্রের সঙ্গে আর কোনও বিকাশ কর্মকর্তা জড়িত কিনা তা জানতে তদন্ত চলছে বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার। তিনি বলেন বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি আমরা জানাবো।
তবে বিকাশ কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত তানভীর সিরাজী সিজার বিকাশের কর্মকর্তা নন। বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম জানান, শৃঙ্খলতাজনিত কারণে তাকে বিকাশ থেকে চলতি বছরের সেপ্টেম্বরে অব্যাহতি দেওয়া হয়। তদন্ত চলাকালীন আইনশশৃঙ্খলা বাহিনীকে শুরু থেকেই এ বিষয়ে সহযোগিতা করেছে বিকাশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ