পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সম্প্রতি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ শীর্ষক একটি বৈজ্ঞানিক কর্মশালা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের স্বনামধন্য দুই মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ খান আবুল কালাম আজাদ এবং অধ্যাপক ডাঃ এইচ এ এম নাজমুল আহসান। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর জেনারেল সেক্রেটারী প্রফেসর ডাঃ টিটু মিয়ার স্বাগত ভাষণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং অনুষ্ঠান পরিচালনা করেন সায়েন্টিফিক এফেয়ার্স সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডাঃ আহমেদুল কবির। কর্মশালায় দেশের তিনশ’রও অধিক ডাক্তার অংশগ্রহণ করেন। অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, অধ্যাপক মোঃ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক মোঃ হাফিজ সরদার, সহযোগী অধ্যাপক আহমেদ হোসাইন, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর ইসলাম এবং সহকারী অধ্যাপক সুদীপ রঞ্জন দেব উচ্চ রক্তচাপ সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে প্যানেল অব এক্সপার্ট ছিলেন অধ্যাপক মোঃ আবুল কাশেম খন্দকার, অধ্যাপক এম এ জলিল চৌধুরী, অধ্যাপক কাজী তরিকুল ইসলাম, অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক মোঃ রিদওয়ানুর রহমান এবং অধ্যাপক মোঃ বিল্লাল আলম এবং ডাক্তারগণ আশা করেন অদূর ভবিষ্যতে দেশের মানুষের জন্য দেশ থেকেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট গাইডলাইন প্রণীত হবে। অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানী “দি এক্্মি ল্যাবরেটরিজ লিমিটেড” এর উচ্চ রক্তচাপ বিরোধী ঔষধ ডুয়োকার্ড। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।