পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে দুটি বর্ডার হাট বা সীমান্ত বাজার নির্মাণ ও চালু করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন আরও ৬১টি সীমান্ত বাজার নির্মাণের ব্যাপারে দুই দেশ একমত হয়েছে এবং শিগগিরই এর নির্মাণ কাজ যাতে শুরু করা যায় তার প্রক্রিয়া চলছে। নতুন এই সীমান্ত বাজার নির্মাণে উভয় দেশের কর্মকর্তারা ইতোমধ্যে কয়েক দফা আলাপ-আলোচনাও করেছেন। তবে কোথায় কোথায় এবং সঠিক কোন সময়ে এর নির্মাণ কাজ শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। বর্তমানে বাংলাদেশ-ভারত সীমান্তে ৪টি স্থানে সীমান্ত বাজার রয়েছে। এ ব্যাপারে আগের চুক্তি নবায়নেরও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যৌথ ঘোষণার ৩৬ নম্বর দফায় বর্ডার হাট স্থাপনের বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য প্রকাশ করা হয়। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।