পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা ও সয়াবিন আমদানির ওপর রাশিয়া যে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে হতাশা প্রকাশ করেছে মস্কোর মার্কিন দূতাবাস। দূতাবাসের প্রেস সচিব উইলিয়াম স্টিভেন্স রিয়া নোভোস্তিকে বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে হতাশ। মার্কিন যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বে ভুট্টা ও সয়াবিন সরবরাহ করে থাকে। মাল আমদানি বিষয়ে যাবতীয় সমস্যা সমধানের ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে সব ধরনের যোগাযোগের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়ান ক্রেতাদের জন্য দুঃখ প্রকাশ করছি বিশেষ করে যারা ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যেও বিশেষ ছাড়ে মার্কিন ভুট্টা ও সয়াবিন পেয়ে আসছিলেন’। নিশ্চিত দূষণ পাবার পর মার্কিন পর্যবেক্ষণ সংস্থা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মার্কিন ভুট্টা ও সয়াবিন আমদানির ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার নিয়ন্ত্রক দফতরের মতে, আমেরিকার উৎপাদিত পণ্য খাদ্য নিরাপত্তা মান সুরক্ষায় ব্যর্থ হয়েছে। গত বছর নিয়মিত নিরাপত্তা চেকিংয়ে শুকনো ও পচা ভুট্টা এবং সয়াবিনে আগাছা পাওয়া যায়। পর্যবেক্ষকরা মার্কিন সয়াবিনে ব্যাকটেরিয়া দূষণের ৬৪টি ঘটনা উদঘাটন করেন। চলতি জানুয়ারিতে তারা ৪ দফা দূষিত জীবাণুর অস্তিত্ব লক্ষ্য করেছেন যার মধ্যে একটি জীবাণুর অস্তিত্ব রাশিয়াতেই নেই। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।