পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী বুধবার তৃতীয় বিতর্ক
ইনকিলাব ডেস্ক : হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি লড়াইয়ের অংশ হিসেবে আবারও মার্কিন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন তাদের সর্বশেষ বিতর্কের আগে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করেছেন। কেবল তাই নয়, পরবর্তী বিতর্কের আগে তাদের দু’জনেরই মাদক সেবনজনিত পরীক্ষা করানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর দ্বিতীয় দফায় প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। এদিন পররাষ্ট্রনীতি উপস্থাপনের চেয়ে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করেই কথা বেশি বলেছেন তারা। বিতর্কে ডোনাল্ড ট্রাম্প বলেন, ই-মেইল কেলেঙ্কারির জন্য হিলারির কারাগারে থাকা উচিত। নির্বাচনে বিজয়ী হলে তিনি হিলারির বিষয়ে তদন্ত চালাতে একজন স্পেশাল প্রসিকিউটর নিয়োগ দেবেন। ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে হিলারি বলেন, ট্রাম্প যা বলেছেন সেটা একেবারেই মিথ্যা। এতে আমি বিস্মিত হইনি। এটা বরং খুবই ভালো হয়েছে যে, ট্রাম্পের মতো একজন বদমেজাজি লোক আমাদের দেশের সর্বময় কর্তা হতে পারেন না। হিলারির এমন বক্তব্যের মাঝপথেই ফের হিলারিকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প।
শনিবার নিউ হ্যাম্পশায়ারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করেন, হিলারি দ্বিতীয় বিতর্কের দিন মাদক সেবন করেছিলেন। আগামী বুধবার তাদের তৃতীয় বিতর্কে অংশ নেওয়ার কথা। পরবর্তী বিতর্কের আগে তাদের দুজনের ড্রাগ টেস্ট দেয়ার প্রস্তাব করেন ট্রাম্প। রিপাবলিকান এ প্রার্থী আরও অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে নির্বাচন কারচুপি হচ্ছে। যৌন নিপীড়নের নানা অভিযোগ ওঠার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে সমর্থন হারাচ্ছেন ট্রাম্প। আর তাতে এগিয়ে যাচ্ছেন হিলারি।
উল্লেখ্য, ১১ বছর আগে দেওয়া একটি নারীবিদ্বেষী বক্তব্য গত ৭ অক্টোবর ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ২০০৫ সালে ধারণ করা অডিও সাক্ষাৎকারটি শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ফাঁস করে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-র উপস্থাপক বিলি বুশকে টেলিফোনে ওই ‘বিতর্কিত’ সাক্ষাৎকারটি দিয়েছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। ফাঁস হওয়া অডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারকারা নারীদের নিয়ে যা খুশী করতে পারে আর এতে ওই নারীরাও বাধা দেবে না।’ সাক্ষাৎকারে ট্রাম্প এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে তার আগ্রহের কথাও জানান। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও জানিয়েছিলেন। তবে কেবল সেই অভিযোগেই আটকে থাকেননি ট্রাম্প। একে একে তার বিরুদ্ধে আরও যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশ পাচ্ছে। অনেক সিনিয়র রিপাবলিকান নেতা ট্রাম্পকে ভোট দেবেন না বলে জানিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের সতর্ক করে দিয়ে বলেছেন, নভেম্বরের নির্বাচনে আসলে গণতন্ত্রের উপরই ভোটাভুটি হতে যাচ্ছে। একজন প্রেসিডেন্ট হবার জন্য ডোনাল্ড ট্রাম্প সৎ ব্যক্তি নন বলেও তিনি দাবি করেছেন।
ইলেক্টোরাল কলেজে শক্ত অবস্থানে হিলারি : জরিপ
হিলারি ক্লিনটনের অবস্থান আরো সংহত হয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস প্রকাশিত সর্বশেষ জরিপে ইলেক্টোরাল কলেজে হিলারি অনেক এগিয়ে আছেন বলে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে পপুলার ভোটের পাশাপাশি ইলেক্টোরাল কলেজের ভোটেও জয় পেতে হয়। এক্ষেত্রে একজন প্রার্থী কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলে তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন।
জরিপে দেখা গেছে, চলতি সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট হিলারির পাওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশেরও বেশি। এতে দেখা যায়, হিলারি অন্তত ৩১০টি ইলেক্টোরাল ভোট পেতেন এবং ট্রাম্প পেতেন মাত্র ১৭৬টি। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো জরিপে হিলারি বড় ব্যবধানে এগিয়ে আছেন বলে দেখা গেল। অন্যান্য জরিপেও ইলেক্টোরাল কলেজে হিলারির শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। এদের মধ্েয কোনো কোনোটিতে দেখা গেছে, হিলারির জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।