পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বরিশালের টরকি বন্দরে গণডাকাতির ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ। তার স্বীকরোক্তি মতে পাইপগান, রামদা ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার মারুফ হাসান এ কথা জানিয়েছেন। গত ১৫ আগস্ট রাতে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী টরকি বন্দরে প্রায় ঘণ্টাকাল ধরে ১২টি দোকানে ডাকাতি করে ২০ লক্ষাধিক টাকার সম্পদ লুট করে নির্বিঘ্নে চলে যায় সশস্ত্র ডাকাত দল। এ ঘটনার পরেই দায়েরকৃত ডাকাতি মামলাটি বরিশাল পুলিশের প্রশাসন ও অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে গৌরনদী থানার ওসি তদন্ত শুরু করে। ইতোপূর্বে আরো ৩ জনকে গ্রেফতার করার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, তাদের স্বীকরোক্তি মতে মো. সোহরাব হাওলাদারকে গ্রেফতারের পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গৌরনদীর একটি তেল কলের কাছের গণ শৌচাগারের পাশের ঝোপ থেকে ওইসব অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে গৌরনদী থানার ওসি বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত সোহরাব একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরো ৩টি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।