Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আ.লীগই দেশে প্রথম মার্শাল ‘ল’ জারি করেছিল’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

দেশে আওয়ামী লীগই প্রথম মার্শাল ‘ল’ জারি করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, আমরা শেখ মুজিবুর রহমানকে জাতীয় বিপ্লবী সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম। তিনি শোনেননি। দেশে প্রথম সামরিক শাসন জারি করেছে আওয়ামী লীগ। তারাই প্রথম দেশে মার্শাল ল জারি করেছিলো। দায় তাদেরকে নিতে হবে। গতকাল রোববার জেএসডির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে আ স ম আব্দুর রব বলেন, আজকে তরুণ যুবকদেরকে যুদ্ধে যাওয়ার সময় হয়েছে। আমরাও সে বয়সে যুদ্ধ করেছিলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্শাল ‘ল’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ