Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

সোস্যাল ইসলামী ব্যাংকের সাথে ৩ জুট মিলের পেরোল ব্যাংকিং চুক্তি

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি খুলনা জেলায় অবস্থিত বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের বিভিন্ন প্রতিষ্ঠান প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড, দি ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড এবং দৌলতপুর জুট মিলস লিমিটেড এর সাথে আলাদা আলাদা পেরোল ব্যাংকিং চুক্তিস্বাক্ষর করেছে। এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ শফিকুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবগুলো প্রতিষ্ঠানের সাথেই চুক্তিতে স্বাক্ষর করেন এসআইবিএল এর আইআরএমডি এর প্রধান ও ইভিপি মোঃ নাজমুস সায়াদাত। প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেডের পক্ষে এর উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প প্রধান আবু সায়েদ মোঃ মামুন-উর-রহমান, দি ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড-এর পক্ষে এর উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প প্রধান মোঃ রফিকুল ইসলাম এবং দৌলতপুর জুট মিলস লিমিটেড-এর পক্ষে এর প্রকল্প প্রধান তোফায়েল আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসআইবিএল খুলনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোসলেহ উদ্দিন, ব্যাংকের রিটেইল ইনভেস্টমেন্ট ডিভিশনের এফএভিপি জনাব মোঃ মাহফুজুল হক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখিত জুট মিলসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোস্যাল ইসলামী ব্যাংকের সাথে ৩ জুট মিলের পেরোল ব্যাংকিং চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ