Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধ্যাপক জাফর ইকবাল দম্পতিকে হত্যার হুমকি

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ড. ইয়াসমিন হককে মোবাইল ফোনে পৃথক ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। গত বৃহস্পতিবার ঢাকার বনানীতে অবস্থানকালে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় জাফর ইকবাল শুক্রবার জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ১৩ অক্টোবর ঢাকাস্থ বনানী ডিএসএস-এ অবস্থান করছিলেন মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক। ওইদিন রাত সোয়া ১২টায় ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে ইয়াসমিন হকের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। সেখানে লেখা ছিল, বিষপড়সব ঃড় ড়ঁৎ হবি ঃড়ঢ় ষরংঃ! ুড়ঁৎ নৎবধঃয সধু ংঃড়ঢ় ধঃ ধহুঃরসব. ধনঃ. একই তারিখ রাতে ২টা ৩০ মিনিটে জাফর ইকবালের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। তাতে লেখা যর ঁহনবষরবাবৎ! বি রিষষ ংঃৎধহমঁষধঃব ুড়ঁ ংড়ড়হ.
এর আগে ড. জাফর ইকবালকে একাধিকবার হত্যার হুমকি দিলেও তার স্ত্রী ইয়াসমিন হককে এইবারই প্রথম হত্যার হুমকি দেয়া হলো।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, জাফর ইকবালের নিরাপত্তায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ফের হুমকির আসায় তার আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধ্যাপক জাফর ইকবাল দম্পতিকে হত্যার হুমকি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ