পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাসটেইনেবিলিটি রিপোর্টিং-এ জিআরআই স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) এর সাথে একটি সাসটেইনেবিলিটি রিপোর্টিং এনগেজমেন্ট প্রোগ্রামে যুক্ত হল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ অক্টোবর) একটি ভার্চুয়াল মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং জিআরআই দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার উক্ত প্রোগ্রাম সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের প্রধান মো. বাহার মাহমুদ, জিআরআই দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক রুবিনা পালসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।