পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সোনালী ব্যাংক লিমিটেড’র ডেপুটি জেনারেল ম্যানেজার তাওহিদুল ইসলাম সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বেও তিনি একই দায়িত্ব পালন করছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৫ সালে সোনালী ব্যাংক-এ ফিন্যান্সিয়াল এনালিস্ট (সিনিয়র অফিসার) হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও কার্যালয়; লন্ডন শাখার ব্যবস্থাপক এবং সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড এর অপারেশন ম্যানেজার; হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন; প্রিন্সিপাল অফিস, ঢাকা-ইস্ট এর প্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। -বিজ্ঞপ্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।