Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাব-পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পুলিশ ও র‌্যাবের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। র‌্যাব পুলিশেরই অংশ। একসঙ্গে কাজের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা হতেই পারে, সে ক্ষেত্রে নিজেদের মধ্যেই এর সমাধান সম্ভব। গতকাল (শুক্রবার) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শেষে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও র‌্যাবের মধ্যে কোন ভুল বোঝাবুঝি নেই। একটি পরিবারে থাকলে ভাই-বোনদের মধ্যেও কিছু সমস্যা হতে পারে। তবে এটি নিয়ে আমরা চিন্তিত নই। এই দুই বাহিনীর মধ্যে যদি কিছু হয়ে থাকে তবে তা নিজেরাই মিটিয়ে ফেলবে। সম্প্রতি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বরাবর একটি অভিযোগপত্র পাঠান। ওই অভিযোগপত্রে তিনি লিখেছেন, র‌্যাব সদস্যদের পুলিশ হেনস্থা করছে, দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী দু’টি দলের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এছাড়া পুলিশ বাহিনী তথা সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ হতে পারে। উক্ত অনুষ্ঠানে চীনের সঙ্গে চুক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা রাষ্ট্রপতির এ সফরে কোন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রয়োজনীয়তার বিষয়ে কাজ করছে, যেখানে চীনের কাছ থেকে সহযোগিতা নেয়া যায়। এবার না হলেও, ভবিষ্যতে চীনের সঙ্গে চুক্তি হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাব-পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই-স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ