Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুজা মণ্ডপে হামলার দায়দায়িত্ব প্রশাসনের

পীরগঞ্জে হাসানুল হক ইনু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:১২ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সারাদেশে পূজামণ্ডপে হামলার দায়দায়িত্ব প্রশাসনের। গতকাল মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লি পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
১৪ দলীয় জোটের শরীক জাসদ নেতা ইনু বলেন, হামলা ঠেকানোর দায়িত্বে থাকা প্রশাসন ব্যর্থ হলো কেন? প্রশাসন অদক্ষ নাকি গাফিলতি আছে, নাকি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক কর্মচারীর ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা আছে, তা সরকারকে তদন্ত করে দেখতে হবে। তা না হলে এই হামলার পুনরাবৃত্তি ঘটবে। তিনি বলেন, দেশের ৩২ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হলো। অথচ ৫০টিতে হামলা হলো। এর দায়দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।
জাসদ সভাপতি আরও বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা দেশের শত্রু, সমাজের শত্রু। এদের দ্রুত বিচার আইনে তিন মাসের মধ্যে শাস্তি নিশ্চিত করা হোক। দৃশ্যমান শাস্তি হলে প্রতীয়মান হবে যে, হামলাকারীরা রেহাই পায় না।
হামলায় ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে উল্লেখ করে ইনু বলেন, তাদের ক্ষয়ক্ষতিতে সহায়তা, বাড়িঘর নির্মাণসহ মন্দির পুননির্মাণ রাষ্ট্রকেই করতে হবে। দেশের যেসব জায়গায় এটি ঘটেছে সেখানে রাষ্ট্রকে একই নীতি অনুসরণ করতে হবে।
রংপুরে গণহারে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, প্রশাসনের প্রতি আমার অনুরোধ নিরাপরাধ কাউকে গ্রেফতার বা হয়রানি করবেন না। কারা হামলাকারীরা, তা জানা গেছে। নিরীহ কাউকে ধরবেন না। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুজা মণ্ডপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ