পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সপ্রতি মার্কেন্টাইল ব্যাংক ও কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস (সিএনএস)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মনীন্দ্র কুমার নাথ-এর সভাপতিত্বে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং সিএনএস লিমিটেড-এর পক্ষে এর পরিচালক মোঃ ইকরাম ইকবাল চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে মার্কেন্টাইল ব্যাংক-এর সকল শাখায় মোটরযান মালিকগণ তাদের যাবতীয় ফি (মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস, ডিজিটাল নম্বর প্লেট, ড্রাইভিং লাইসেন্স ফি, রুট পারমিট) এবং ট্যাক্স (মোটরযান ট্যাক্স, অগ্রিম আয়কর, ভ্যাট ইত্যাদি) পরিশোধ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ মাসুম, মতিউল হাসান, মোহাম্মদ ইসমাইল ও জিডবিøউএম মোর্তজা (ব্যবস্থাপক, প্রধান শাখা) এবং সিএনএস লিমিটেড-এর হেড অব অপারেশন্স গোলাম মোহাম্মদ মহিউদ্দিন এবং হেড অব সফটওয়্যার মিস জাকিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।