Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুগন্ধা নদীতে অভিযান কারেন্ট জাল ও ইলিশ জব্দ

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ইলিশ ধরা বন্ধের প্রথম দিনেই ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে অর্ধলক্ষ টাকামূল্যের তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর টানা ২২ দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি দÐনীয় অপরাধ। নিষেধাজ্ঞা অমান্য করে সকালে জেলেরা সুগন্ধা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালায়।
অভিযানের সময় প্রায় অর্ধলক্ষ টাকামূল্যের কারেন্ট জাল ও কিছু ইলিশ মাছ নদী থেকে জব্দ করা হয়। জালগুলো নলছিটি ফেরিঘাটে সকাল ১১টায় জনসম্মুখে পোড়ানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুগন্ধা নদীতে অভিযান কারেন্ট জাল ও ইলিশ জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ