Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারব্র্যান্ডের তালিকায় ৭২-এ উঠে এসেছে হুয়াওয়ে

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইন্টারব্র্যান্ড পরিচালিত সেরা গেøাবাল ব্র্যান্ড-২০১৬-এর তালিকায় ৭২ নম্বরে উঠে এসেছে টেকনোলজি জায়ান্ট হুয়াওয়ে। ২০১৫ সালের অবস্থান থেকে ১৬ ধাপ এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ইন্টারব্র্যান্ডের তালিকায় চীনা প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়েই প্রথম যারা পর পর দুই বছর তালিকার উপরের দিকে উঠে আসছে। গত ২০১৪ সালে সেরা গেøাবাল ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছিলো হুয়াওয়ে। ইন্টারব্র্যান্ডের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের সেরা গেøাবাল ব্র্যান্ড হিসেবে আবারো আলোচিত হয়েছে। গত বছরের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হুয়াওয়ের ব্র্যান্ড মূল্যের পরিমাণ এখন ৫ হাজার ৮৩৫ মার্কিন ডলার। গ্রাহক সন্তুষ্টিতে হুয়াওয়ে বেশি গুরুত্ব দেয় এবং মানসম্মত পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে অর্থের উপযুক্ত ব্যবহার নিশ্চিৎ করে। ব্র্র্যান্ড ক্যাম্পেইনের মাধ্যমে হুয়াওয়ে প্রতিনিয়ত প্রমাণ করে যে, উন্নত বিশ্বে একে অপরের সঙ্গে যেনো সংযুক্ত থাকা যায় সে লক্ষ্যে কিভাবে প্রযুক্তি খাতে উদ্ভাবণী পণ্য, সেবা ও সল্যুশন নিয়ে আসা যায়। বিশেষ করে নেটওয়ার্ক ও এন্টারপ্রাইজ ব্যবসার জন্য বিখ্যাত ইউরোপে বর্তমানে প্রতিষ্ঠানটি প্রযুক্তি খাতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। চলতি বছর হুয়াওয়ে বেশ কয়েকটি উচ্চমানের পণ্য বাজারে ছেড়েছে যেগুলো এই প্রতিষ্ঠানটির আরো বেশি ইতিবাচক ভাবমর্যাদা তৈরি করেছে। চীনে শীর্ষস্থানে অবস্থানের পর হুয়াওয়ে এখন বিশ্ব বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে গঠনমূলক কাজ করে যাচ্ছে।” উল্লেখযোগ্য, হারে আয়ের মধ্য দিয়ে হুয়াওয়ে বিশ্ব বাজারে নিজেদের ব্র্যান্ডের প্রভাব বিস্তার করছে। গত ২০১৫ সালে হুয়াওয়ে বিশ্বব্যাপি ১০৮ মিলিয়ন স্মার্টফোন রপ্তানী করেছে। “প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত বিশ্বে সংযুক্ত থাকতে হুয়াওয়ে বিশেষভাবে কাজ করছে ক্লাউড, সফটওয়্যারভিত্তিক নেটওয়ার্ক, ইন্টারনেট এবং কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে।” বলেছেন হুয়াওয়ে কর্পোরেট মার্কেটিং-এর প্রেসিডেন্ট কেভিন ঝ্যাং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টারব্র্যান্ডের তালিকায় ৭২-এ উঠে এসেছে হুয়াওয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ