পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : সম্প্রতি শেয়ার ব্যাপক উত্থান ঘটলেও তালিকাভুক্ত ২৯টি কোম্পানির শেয়ারদর গায়ের দরের (ফেসভ্যালু) নিচে লেনদেন হচ্ছে। এই কোম্পানির লোকসান বেড়ে যাওয়া কিংবা মুনাফা কমে যাওয়ার কারণেই কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে। এজন্যই গায়ের দরের নিচে কোম্পানিগুলোর শেয়ার বিক্রি হচ্ছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গত তিন মাসে ডিএসইর সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স ২২৮ পয়েন্ট বেড়েছে। বাজারের লেনদেনও সাড়ে তিনশ’ কোটি টাকা থেকে ছয়শ’ কোটি টাকায় উঠে এসেছে। কিন্তু ২৯টি কোম্পানির শেয়ারদর এখনও ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে। এ কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ খুব কম। কোম্পানিগুলোর মধ্যে বস্ত্র খাত ও ব্যাংকিং খাতের কোম্পানিই বেশি। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কম হওয়ার কারণ হিসেবে শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, ব্যাংক সম্পর্কে শেয়ার বিনিয়োগকারীদের আস্থা খুবই কম। ব্যাংকগুলোর দেয়া ঋণের মান এবং কু-ঋণ পরিস্থিতির কারণে ব্যাংকের শেয়ারে তারা বিনিয়োগ করতে চান না। তাই ব্যাংকগুলো মুনাফা করলেও বিনিয়োগকারীদের আগ্রহ নেই। এতে ব্যাংকগুলোর শেয়ার দর ফেসভ্যালুরও নিচে নেমে এসেছে। এ ধরনের প্রবণতা ব্যাংকিং খাতের জন্য খুবই নেতিবাচক।
বস্ত্র খাত প্রসঙ্গে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বস্ত্র খাতের কোম্পানিগুলো ভালো মুনাফা করলেও অনেক কোম্পানিই ভালো লভ্যাংশ দেয় না। কোম্পানিগুলোর এ প্রবণতার কারণে বিনিয়োগকারীরা বস্ত্র খাতের দিকে আসতে চায় না। তবে এবার এ খাতের যেসব কোম্পানি মুনাফা করতে পারছে না সে কোম্পানিগুলোর শেয়ারদর ফেসভ্যালুরও নিচে নেমে গেছে। এছাড়া মিউচুয়াল ফান্ডগুলো ভালো মুনাফা করতে না পারায় এ খাতের দিকেও আগ্রহ নেই বিনিয়োগকারীদের।
তথ্যে দেখা গেছে, গত সোমবার সর্বশেষ লেনদেনে সিএনএ টেক্সটাইলের লেনদেন হয়েছে ৯ দশমিক ১০ টাকায়। ঢাকা ডায়িংয়ের লেনদেন হয়েছে ৯ দশমিক ২ টাকায়, ডেল্টা স্পিনিং ৮ দশমিক ৬ টাকায়, দুলামিয়া কটন ৭ দশমিক ৫ টাকায়, ম্যাকসন্স স্পিনিং ৭ দশমিক ১ টাকায়, মেট্রো স্পিনিং ৮ দশমিক ২ টাকায়, সোনারগাঁও টেক্সটাইল ৮ দশমিক ৮ টাকায়, ফেমিলি টেক্সটাইল ৮ দশমিক ৭ টাকায়, জেনারেশন নেক্সট ৭ দশমিক ৩ টাকায় এবং এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৯ দশমিক ৫ টাকায়। সর্বশেষ লেনদেনে ন্যাশনাল ব্যাংকের লেনদেন হয়েছে ৯ দশমিক ৫ টাকায়, প্রিমিয়ার ব্যাংকের লেনদেন হয়েছে ৮ দশমিক ৫ টাকায়, ফারইস্ট ফাইন্যান্সের লেনদেন হয়েছে ৯ দশমিক ৩, আসইসিবি ব্যাংক ৪ টাকায়, শাইনপুকুর সিরামিক্স ৮ দশমিক ৮ টাকায়, সুহূদ ইন্ডাস্ট্রিজ ৯ দশমিক ৫ টাকায়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ৮ দশমিক ২, ফারইস্ট ফাইন্যান্স ৯ দশমিক ৩, ফার্স্ট ফাইন্যান্স ৭ দশমিক ২, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিস ৯ দশমিক ৭, পিপলস লিজিং ৭ দশমিক ৪ টাকায়, প্রাইম ফাইন্যান্স ৮ দশমিক ৫ টাকায়, ফাইন ফুডস ৯ দশমিক ২ টাকায়, মেঘনা কনডেন্সড মিল্ক ৭ টাকায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৫ দশমিক ৭ টাকায়, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৯ দশমিক ২ টাকায়, বেক্সিমকো সিনথেটিক্স ৬ দশমিক ১ টাকায় এবং বিডি সার্ভিস ৫ দশমিক ৫ টাকায় এবং ইউনাইটেড এয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৮ টাকায়। এছাড়া ২৮টি মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ফেসভ্যালুর নিচে অবস্থান করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।