Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ৭:২১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসসমূহে খতমে কোরআন, আলোচনা সভা, ব্যানার-ফেস্টুন দিয়ে সজ্জিতকরণ, দোয়া-মিলাদ মাহফিল, বৃক্ষ রোপণ, খাদ্য বিতরণ, আদিবাসী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কেটে ব্যাংকের পক্ষ হতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়। ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ দিনব্যাপী এসব কর্মসূচীর উদ্বোধন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও বলেন, জনতা ব্যাংক আগে থেকেই এ দিবসটি উদযাপন করে আসছে। বঙ্গবন্ধুর নিজ হাতে লিখে দেয়া নাম ‘জনতা ব্যাংক’ তাঁরই আদর্শে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছে। শেখ রাসেল একটি আবেগ, একটি দীর্ঘ নিঃশ্বাসের নাম। ১৫ আগস্ট পরিবারের সদস্যদের সাথে ঘাতকেরা শিশু রাসেলকে মায়ের কাছে নিয়ে যাবে বলে নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসের বর্বরোচিত এ কালো অধ্যায়টি সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। সারা দেশে কান্নার রোল পড়েছিল। শিশু রাসেলের মানবিকতা, উদারতা এবং অতিথিপরায়নতার মতো গুণাবলী আমাদের দেশের শিশুরা ধারণ করে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. জসীম উদ্দিন ও মো. আব্দুল জব্বার, জিএম, সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনতা ব্যাংক

২১ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২
১৯ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২
২৯ আগস্ট, ২০২২
৩০ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ