পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ২২টি স্পিড ব্রেকার তুলে ফেলা হয়েছে।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শামসুজ্জোহা বলেন, চীনের প্রেসিডেন্ট শনিবার সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন। তার আগমন উপলক্ষে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থাকা ২২টি স্প্রিড ব্রেকার তুলে সমান করে দেয়া হয়েছে।
তবে জনস্বার্থে যেখানে স্প্রিড ব্রেকার প্রয়োজন শুধু সেখানেই পরবর্তীতে দেয়া হবে। কিন্তু সেগুলোও নির্দেশনা পাবার পরে।
ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফরহাদ হায়দার বলেন, মহাসড়কে কোন স্প্রিড ব্রেকার থাকবে না এটাই নিয়ম। সড়কে দুর্ঘটনা কমাতে জনগণের দাবির মুখে স্প্রিড বেকার দেয়া হয়।
তবে চীনের প্রেসিডেন্টের আগাম উপলক্ষে সেগুলো তুলে ফেলা হলেও গুরুত্বপূর্ণ স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ও সিএন্ডবি স্ট্যান্ডে স্প্রিড ব্রেকার খুবই জরুরী।
গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ এবং সকাল সোয়া ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।