Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আইসের বড় চালানসহ গ্রেফতার দুইজন ৯ দিনের রিমান্ডে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্রিস্টাল মেথ বা আইসের বড় চালানসহ গ্রেফতারকৃত খোকন ও তার সহযোগী মোহাম্মদ রফিকের নয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর যাত্রবাড়ী থানার মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় তাদের দশ দিন করে বিশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান মাদক মামলায় পাঁচ দিন ও ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া অস্ত্র মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত দেশে জব্দ করা এটিই আইসের সবচেয়ে বড় চালান বলে জানায় র‌্যাব। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসের বড় চালান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ