Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাই রাজা ভুমিবলের মৃত্যু এক বছরের শোক ঘোষণা

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:০৩ এএম, ১৪ অক্টোবর, ২০১৬

ইনকিলাব ডেস্ক : বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদে ৮৮ বছর বয়সে মারা গেছেন। গত কদিন ধরে রাজা ভূমিবল গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। গতকাল রাজপ্রাসাদ থেকে তাঁর মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। আরও জানানো হয়েছে ৬৪ বছর বয়স্ক ক্রাউন প্রিন্স মাহাওয়াজিরালংকর্ন থাইল্যান্ডের পরবর্তী রাজা হবেন। ১৯৪৬ সাল থেকে অর্থাৎ গত সাত দশক ধরে থাই জনগণ তাঁকে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে সম্মান করেছেন। আশঙ্কা রয়েছে, রাজার মৃত্যুতে থাইল্যান্ডে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
যদিও থাইল্যান্ড সাংবিধানিক একটি রাজতন্ত্র যেখানে রাজার রাষ্ট্রীয় ক্ষমতা খুবই কম, তবুও থাইল্যান্ডের মানুষ রাজাকে তাদের ঐক্যের প্রতীক হিসাবে সম্মান করেছেন। গত কদিন ধরে বহু মানুষ ব্যাংককের সিরিরাজ হাসপাতালের পাশে বসে রাজার আরোগ্য চেয়ে প্রার্থনা করছিলেন। মৃত্যুর খবর পাওয়ার পরপরই তাদেরকে শোকে মাতম করতে দেখা যায়।
সরকারিভাবে এক বছর শোক পালন করা হবে। আগামী এক মাস জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। থাইল্যান্ডে রাজা এবং রাজপরিবারের সম্মান আইনের মাধ্যমে নিশ্চিত করা রয়েছে।
থাই অপরাধ আইনের ১১২ ধারায় বলা আছেÑ রাজা বা রানি, সেই সঙ্গে রাজ সিংহাসনের উত্তরাধিকারীকে অসম্মান করে কথা বললে বা হুমকি দিলে ১৫ বছর পর্যন্ত কারাদ- হবে। ১৯০৮ সাল থেকে এই বিধান রয়েছে। ১৯৭৬ সালে এই শাস্তি কঠোরতর করা হয়। সিংহাসনে তাঁর সাত দশকের সময়কালে থাইল্যান্ডের রাজনীতিতে বহু অস্থিরতা হয়েছে। অনেকগুলো সেনা অভ্যুত্থান হয়েছে, তবে রাজা অধিকাংশ সময়েই রাজনীতির ঊর্ধ্বে ছিলেন। অবশ্য কখনো কখনো চরম সঙ্কটে রাজনীতিতে তিনি মাথাও গলিয়েছেন।
রাজা ভূমিবলের জন্ম ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। তাঁর বাবা প্রিন্স মাহিদোল সেসময় হাভার্ডে লেখাপড়া করতেন। দু’বছর বয়সে বাবা মারা যাওয়ার পর তিনি মায়ের সাথে সুইজারল্যান্ড চলে যান। সেখানেই তাঁর পড়াশোনা। ১৯৪৬ সালে তাঁর বড় ভাই রাজা আনন্দ রাজপ্রাসাদে এক গোলাগুলিতে মারা যাওয়ার পর মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল সিংহাসনে বসেন। তারপর গত ৭০ বছর ধরে তিনি রাজসিংহাসনে। সূত্র: বিবিসি
পরলোকে রাজা ভূমিবল
প্রেসিডেন্টের শোক
প্রেসিডেন্ট আবদুল হামিদ থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় প্রেসিডেন্ট তার জন্য শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। থাই রাজা ভূমিবল দীর্ঘ ৭০ বছর ধরে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ৮৮ বছর বয়সে গতকাল মৃত্যুবরণ করেন।

প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলেয়াদেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী জেনারেল প্রাউত চান ও চার কাছে পাঠানো এক শোক বার্তায় বলেন, থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় রাজা ভূমিবলের মৃত্যুর সংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত।
শেখ হাসিনা শোক বার্তায় বলেন, রাজা ভূমিবল বাংলাদেশে সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি ছিলেন একজন দয়াশীল, আত্মোৎসর্গ ও মানবতার প্রতীক। প্রধানমন্ত্রী বাণীতে ১৯৬২ সালে রাজার ঢাকা সফরের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, থাই রাজা ভূমিবল একজন আদর্শ রাজা এবং অর্থনৈতিক উন্নয়নের একজন সফল রক্ষক হিসাবে সব সময় আমাদের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়ে আছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এবং ব্যক্তিগতভাবে রাজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামনা করেন। তিনি বার্তায় থাই রাজ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে দেশটির সর্বোচ্চ চ্যালেঞ্জিং সময়ে থাই সরকার ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শেখ হাসিনা বার্তায় থাইল্যান্ড এবং সেদেশের জনগণ এই শোক কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।
এরশাদের শোক
বিশে^র সবচাইতে বেশি সময় ৭০ বছর সিংহাসনে অধিষ্ঠিত থাকা আধুনিক থাইল্যান্ডের নির্মাতা রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় এরশাদ বলেন, ভূমিবল আদুলিয়াদেজ ছিলেন আমার খুব ভাল বন্ধু এবং শুভাকাক্সক্ষী। আমি তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। পরপারে সৃষ্টিকর্তা তাকে যেন শান্তিতে রাখেন। আমি তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাই রাজা ভুমিবলের মৃত্যু এক বছরের শোক ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ